নিস্তব্ধ নির্জন রাতে
আজও তুমি দাঁড়িয়ে আছ নিভৃতে ।
চারপাশে একটা শান্ত নিস্তব্ধতার মাঝে,
তুমিই শুধু দীপ্যমান নিদ্রা কি সাজে?
সারা শহর নিদ্রায় মগ্ন কর্ম ক্লান্তিতে,
নিশাচর বেরিয়ে পড়েছে ক্ষুধার তাড়নাতে।
দেখ তো তোমার প্রতিবিম্ব ঐ ছায়াটি
কেমন ব্যঙ্গ করে হাসছে মিটিমিটি ।
ঐ তো তোমার চিরসাথী
সুঃখে দুঃখে কথা কইবার একমাত্র সঙ্গী।
হয়তো আজও তোমার মনে হতে পারে
ঐ ছায়া শুধু মাত্র স্বার্থপর শত্রু হয়েই রবে।
মনে পড়ে রাস্তার অবহেলিত
ঐ মূক পশু কাজ,
অজান্তে ত্যাগ করে শরীরের দুষিত লাজ ।
আবার কোনো এক সময় গুড়িশুড়ি মেরে এসে বসে,
তোমার  তলায় তোমার কোলের পাশে ।
তোমার বুকের নীরব যন্ত্রণা
আজও কেউই বোঝেনি, নাই কোনো সান্তনা ।
রাতের শহরে তোমার নিঃস্বার্থ কৃতিত্বকে,
ভুলে যায় প্রতিদিনের কর্মব্যস্ততাতে ।
তোমার জীবনের কিছু কিছু মূহুর্তে সাক্ষী
ফুটপাতের ঐ নিরাশ্রয় মানুষটি।
ঐ যে সম্মুখের বাহারি দেবদারু
যে তোমাকে আড়াল করতে চাইছে বার বার,
কপট মানুষ গভীর রাতে
তোমাকে দেখে বিরক্ত বোধ করেছে আবার ।
তখন প্রতিবেশী দেবদারুই
দিয়েছে আত্মগোপনের জন্য আশ্রয়।
তখন তুমি কি পেরেছ করতে  নিরাশ্রয়?
তুমি ত চির নির্বিকার শুধু একটি
প্রানহীন নিরবধির নয় কি খুঁটি ?
-----------------------------#