তাকিয়ে দেখ তুমি সম্মুখ পানে,
না করে নিজের বড়াই;
দেখবে অগনিত কচি মুখ
জীবন সংগ্রামে দুমুঠো অন্নের জন্য করছে লড়াই ।
মাথা উঁচু করে বাঁচতে চায় এই ছিল প্রত্যয়,
প্রয়োজন যে সুশিক্ষা তাই  সংকল্পে অবিচল;
নাই বা পেয়েছে কোনো স্থায়ী আশ্রয়।
ফুটপাতে বসে যে বৃদ্ধাটি আজও সব্জি বেচে
বেঁচে থাকার জন্য করছে শুধুই লড়াই ।
অবহেলার চোখে নিষ্ঠুর নির্দয়ের মত
কেমন আমরা অতি সহজেই নিজেদেরকে এড়াই।
ক্ষমতা আর সম্পদের নেশায়
মেতেছে মানুষ হিংস্র স্বার্থলোলুপের লড়াই ।
আজও দেখি নিরাশ্রয় বস্ত্রহীন অসহায় মানুষ,
অপর দিকে আধুনিক ফ্যাসান মডেল,
ওদের দেহে উগ্রতার ছোঁয়া,
ছিন্ন পোশাকে আংশিক আবৃত ।
ওরা সুসজ্জিত এ যুগের  সভ্য মানুষ ।
সুস্থ সুন্দর পবিত্র শিশুর মনকে আজ
পোশাকী আড়ম্বরে আড়াল করেছি আসল স্বচ্ছতাকে।
এস আজ প্রতি ঘরে ঘরে সত্যসুন্দরকে আহ্বান জানাই।
নিজ নিজ অন্তর মাঝে সৃষ্টি হোক নতুন লড়াই ।


****************************