অন্তসারশূন্য মনের আল্পনা
জানেই না তার মূল্য কতটুকু!
অহংকার মাথা উঁচু করে চলে
সমালোচক গোপনে বিদ্রুপ হাসে,
জানেই না কতটুকু তার গুরুত্ব আছে।
বাহ্যিক আড়ম্বর অনেকটাই মেকী
তাবু পাণ্ডিত্যের বহর করে ছটপট।
অন্যের সাথে নিজের সমস্যাকে
অনেক বেশি উচ্চ রক্তচাপে মাপে।
জানেই না মনের সাথে দেহের
কী গভীর সম্পর্ক আছে!
লৌকিকতা মনের হিসাব অনুযায়ী
বেলাশেষে ঘন অন্ধকার ঢাকা পড়ে।
অবকাশ নেই মূহুর্তে থমকে দাঁড়িয়ে
পাণ্ডিত্যের বুজরুকি গল্পে শুনে।


     -----------------