মাগো---
আবার ফিরে পেতাম যদি
তোমার স্নেহের সান্ত্বনা
পরম সুখে নিদ্রা যেতাম
পেতাম নাতো যন্ত্রণা।
মাগো--
কান্না ভরা করুণ মুখে
তোমার কাছে আসলে
গায়ে পিঠে হাত বুলিয়ে
বলতে আমায় সোনাছেলে।
মাগো---
হারাই কেন এমন স্মৃতি
এক্কা দুক্কা পায়ে!
মুহূর্তের তরে আসুক ফিরে
অবুঝ মলিন গায়ে।
মাগো ---
সবুজ গাছের ডালের পরে
ডিগবাজি খেয়ে ভুঁয়ে-
ভীষণ কপোট রাগের ছলে
আসতে লাঠি নিয়ে!
মাগো ---
এমন দিনগুলো গেল কোথায়!
দুপুর রোদে ঘোরা,
টিপে টিপে পা ফেলে
পিছনে থেকে ধরা।
মাগো ---
সেদিনের কান্নার অশ্রুতে ছিল
শুধুই দুষ্টমীতে ভরা
আজকের কান্নার ভাষায় কেন
জীবন যন্ত্রণায় গড়া!
মাগো---
হাসি কান্নায় মায়ায় ভরা
মোদের জীবন গড়া
সময়ের স্রোতে এগিয়ে চলে
অলিক স্বপ্ন অধরা!


***********


১০|০১|১৪২৭ ইং
বহড়ু,জয়নগর।