শৈশব তোমাকে ছেড়ে এসেছি
নিকানো মাটির বারান্দায়,
কেরোসিন বাতির আলোর দেখেছি
স্নিগ্ধ জ্ঞানের বন্যায়।


বর্ণপরিচয়ের কঠিন শব্দ চয়ন
জলছবির মতো আয়নায়,
নব সিলেবাসে আমূল পরিবর্তন
সংক্ষিপ্ত জ্ঞান সেথায়।


শিক্ষার মান সিলেবাসে স্থান
পুস্তকের এক কোণায়!
পৃষ্ঠায় ভর্তি চর্বিত চয়ন
নির্যাস নাহি সেথায়।


শুধুই জীবিকা ভিত্তিক প্রতিযোগিতা
পরিশুদ্ধ জ্ঞান প্রতীক্ষায়,
সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় পাতায়
লক্ষ বেকারত্ব ধর্নায়।


প্রতিবাদের ভাষা ক্ষুধার জ্বালায়
ভিক্ষা পাত্র বাড়ায়!
দাম্ভিক রাজা বাস্তবতা ভুলে
জ্ঞানের মাত্রা চড়ায়।


পিছিয়ে পড়ছে সভ্যতার আলো
অলিক স্বপ্নের মায়ায়,
নগণ্য হলেও পবিত্র মাটি
সুপ্ত আগ্নেয় লাভায়।


*******🙏******