********
      মায়া


   ********
    


কিসের মোহে তুমি এত
          গভীর স্বপ্ন দেখো!
একাকী তুমি বিনিদ্র রাতে
          জেগে বসে থাকো।


মনে তোমার অনেক স্বপ্ন
       দেখেছিলে হৃদয় ভরে,
ঝরা পাতার মতো সবই
         মিলেছে ধরণী পরে।


কুড়িয়ে নিয়েছো অনেক কিছুই
            শুধুই চোখের মায়া,
সন্ধ্যা হলেই সূর্য ডুবে
              পড়ে থাকে ছায়া।


এই ধরণীর বুকে সাজানো
          তুমিও একটি ফুল!
পরের তরে গন্ধ ছড়াতে
        কোরো নাকো ভুল।


জীবন মানে হাজার যন্ত্রনায়
          সন্তর্পনে পথ চলো,
তাহার মধ্যেই আছে সান্তনা
       শিশিরেই স্নিগ্ধ আলো।


      ----------    বিশ্বজিৎ মারিক


২৯/০৭/২০২০ ইং
বহরু, জয়নগর