যারা অনাবশ্যক বিপুল সমারোহে
রুক্ষ ধূষর তৃষ্ণার্ত মাটির বুকের ওপর দাঁড়িয়ে
নাক উঁচু করে বলে-
তোমরা আমাকে সমর্থন করো,
আমি তোমাদের এক সমুদ্র সুখসম্পদ ভরিয়ে দেব!
এযে ভীষণ মিথ্যাচারণ,
নিত্যকার চর্বিতচর্বণ।
কেমন যেন অসহ্য, বৃথা পণ্ডশ্রম!
অধিকাংশই তন্দ্রায় আচ্ছন্ন,কিম্বা অলসতায় ধুঁকছে।
মিথ্যার মায়াজাল- এই কথাটা কোনজন বুঝবে!
ওদের পাণ্ডিত্যের বহর অনেক।
তবুও কেমন উদ্দেশ্যহীন, বিবেকহীন ভুলের মাশুল গুনছি!
অবিরাম মুষলধারায় বৃষ্টিদিনে
যখন ছাতাতেও মাথা রক্ষা হয়না হাঁটাপথে,
অথচ তখন উত্তাল নদীতে
নৌকা ভাসিয়ে দেয় বেপরোয়া মাঝি
জীবনের বাজি রেখে!
তুষারের মতো হিমশীতল কোনো এক সন্ধ্যায়
শহরের ফুটপাতে
মুখে রঙ মেখে
কিসের স্বার্থে
দাঁড়িয়ে আছে কোনজন!
বেঁচে থাকার এ কি নির্মম আকুতি!
তবু বলবে রাজা তুমি ভালো আছো!
তোমার নির্দেশে সাজানো
সভ্যতার অগ্রগতির রথ
দুর্বার গতিতে এগিয়ে চলেছে ঠিক!
কিন্তু..
মেনে নিতে পারছিনা;
এই আর্থ সামাজিক যন্ত্রণার
ক্ষুদ্র ক্ষুদ্র পরিস্থিতিগুলো
যখন বিশাল পর্বতের আকার ধারণ করে।


                  🙏
🌿♥️🌿♥️🌿♥️🌿♥️🌿♥️🌿