মগজ ধোলাই !)
************
---------- বিশ্বজিৎ মারিক


সব্বাই ছুটছে কিসের টানে
সঠিক তথ্য কেউ কি জানে?
মাথায় বসে আছেন যিনি
সবার কথা ভাবেন না তিনি।


কেমন করে দুধ উঁথলে ওঠে  
সেটা বোঝার বুদ্ধি আছে ঘটে।
স্বদেশের সম্পদের অনেক গুরুত্ব
আপন করে যদি নাও দায়িত্ব।


মালিকের হুকুম তামিল কর
মাইনে নিয়ে কেটে পড়,
দেশের ভালো হবে কিসে,
আমজনতার কি যায় আসে?
অপরের জন্যই ডিগ্রি বাড়াও
তবেই চাকরী পাকা
লাভের অঙ্কটা বুঝতে যেও না
সৎ বুদ্ধি রাখো ঢাকা।


ঠাণ্ডা ঘরে হিসাব কষে
আমজনতা শুধুই আঙুল চোষে,
ছকে বাঁধা হিসাবের রুটিন
আসলে তো আমরা পরাধীন।
প্রতিবাদের ভাষায় কখনও যদি  
মাত্রা একটু  চড়াও
একূল ওকুল সব হারিয়ে
আত্ম সম্মান হারাও।


এমন আজব নীতি চিরস্থায়ী
চলছে দেশে বহুদিন,
মেধা ও প্রতিভা সিলেবাসের অধীন
প্রগতির আলো ক্রমশ ক্ষীণ।
আমরা আছি তোমাদের পাশে,
এইবার যদি সম্মতি দাও-
অভাব কিছু রাখবো না আর
বল, বল কেন মিথ্যে সান্ত্বনা দাও!


হরির লুটের মতো বাতাসা কুড়াও
সংষ্কারের ধূলা মাথায় নাও।
আসল সমস্যা এটা তো নয়!
বৃথাই সময় নষ্ট হয়!


আমরা আছি তোমাদের ত্রাতা
এমন কথাই বলছে নেতা।
সংঘবদ্ধ বেপরোয়া জোয়ান
বুক চিতিয়ে লড়াই করে-
    শত্রু কাড়ে তাদের প্রাণ।
কেন এমন যুদ্ধ যুদ্ধ খেলা
চলছে দেশের সীমান্তে
অকুতোভয়ে লড়ছে গোরা
শহীদের সম্মান জীবনান্তে।


****************
28/06/2020
বহড়ু দক্ষিণ ২৪পরগনা।