তুমি মানুষের রুপ ধরে এসেছিলে ভগবান
তুমি তো পারনি সহ্য করতে স্বদেশের  অসম্মান।
জ্ঞান বিদ্যায়  তুমি যে অসীম বলীয়ান্‌,
তোমার অন্তর কেঁদেছিল তাই দিয়েছিলে নৈতিক দায়িত্বের প্রতিদান।
46 জন ফাঁসির আসামি  
যারা ছিলেন দেশের মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামী।
বিচারের কাঠগড়ায় বিরোধী উকিল, জর্জ ব্যারিস্টার সবাই ছিল বিপক্ষে,
তুমি একাকী নির্ভয়ে লড়াই করছিলে ওদের সপক্ষে।
তোমার প্রিয়ার জীবনের অন্তিম বাসনা
তোমার শেষ দেখা হল না।
চেপে রেখেছিলে বুকে হাজার যন্ত্রণা।
তোমার শুধু ধ্যান জ্ঞান ছিল ওরা কি মুক্তি পাবে না!
দ্বিপ্রহর 10 মিনিটের বিরতি সময় চলে এলো যখন,
ছেচল্লিশ জন তরুণের জীবন রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ লড়াই মরণপণ।
দুই পক্ষ উকিলের দন্দ যুদ্ধের সমাপ্তি যখন শেষ,  
ইংরেজ জর্জ সাহেব জিজ্ঞেস করলেন সহকারীর দেওয়া চিরকূট  কর আদালতে পেশ ।
ভারাক্রান্ত মনে চোখের কোণে অশ্রু বিন্দু করে চিকচিক।
আমার আর কিছু বলার নেই, যেটুকু বলেছি সঠিক।
জুনিয়র সহকারী উকিল চেপে রাখতে না পেরে বললেন বৃত্তান্ত,
সবেমাত্র ওনার সহধর্মিণী হয়েছেন বিয়োগান্ত।
এতো বড় দায়িত্ব ও দায়বদ্ধতা করছেন সমর্পণ ,
চরম দুঃখ যন্ত্রণা নিরবে অশ্রু বর্জন ।
আদালতের সম্মান আর জর্জের সমর্থন,
মুক্তি পেয়েছিলেন ঐ ছেচল্লিশ জন।
উনি আর কেউ নন ভারতের  অন্যতম প্রধান  কারিগর,নিবেদিত প্রাণ
সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের সুযোগ্য সন্তান।
-------------*******------------
02/12/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর