কলমে________বিশ্বজিৎ মারিক


অন্তিম প্রতিযোগিতার সারিতে আমরা
            দাঁড়িয়ে আছি পরস্পর
দর্শকের আসনে অগণিত জনতা
        উঠছে সমালোচনার ঝড়।
উন্মুক্ত মাঠ পড়েই আছে
     সবাইয়ের চলার অধিকার,
বিতর্কের ঝড় একদিন ভাগ্যের
       চাকা ঘোরাতে অঙ্গীকার।
সাদা পাতায় কালো অক্ষর
       আপন নিয়মে ফোটে,
বাহ্যিক সৌন্দর্য অন্তর কলুষিত
        সাজানো কত চিত্তপটে।
কিন্তু কুসুম কাননে বিকশিত
       প্রেমের অর্ঘ্য নিবেদনে
নিঃস্বার্থে সৌরভ সুরভী ছড়ায়
         সার্থক ক্ষয়িষ্ণু জীবনে।


*************
রচনাকাল: 03/12/21