কখনো  হয়নি বলা তোমায়
তোমার চোখের  মাঝে
কেমন এক দ্যুতি খেলা করে,
যখন হাসো তারি আলো ছড়িয়ে পড়ে।
হালকা হাওয়া যখন তোমার চুলে খেলা করে,
লোভী এ মন তখন তোমার বড্ড প্রেমে পড়ে।
শ্রাবণ দিনে কাক ভেজা তুমি
যখন কদম হাতে,
হঠাৎ এসে চমকে যে দাও
আমায় কোন প্রাতে।
জ্যোৎস্না রাতে আকাশ তলে আঙ্গুল ছোঁয়ার ক্ষণে,
হয়নি বলা কখনো তোমায় যা ছিল এই মনে।
বলাগুলোই হয়নি বলা না বলা গুলো থাক
না বলা সব কথার পাহাড় অন্তরালেই থাক।


=======================
03/02/2020
বহড়ু