নব  বৈশাখে


আবার  যদি  পৃথিবীতে  নতুন  সূর্য  ওঠে
কৃষ্ণচূড়া  ডালে  ডালে  উচ্ছাসেতে  ফোটে,
আকাশ  যদি  পরে  আবার নতুন নীলাম্বরি
বাতাসে  উড়ায়  যদি তার  নীল আঁচল শাড়ি।
প্রকৃতি  যদি  মাতাল হয় মুকুলেরই  ঘ্রাণে,
পাখি  যদি  গান  গায়  নতুন ঐকতানে।
আসুক  না সেই  কাল বৈশাখ
ধুয়ে  নিক যত  জীর্ণ  অসুখ।
ফেরে  যদি  সেই  নিরোগ  প্রকৃতি
ফোটে যদি নতুন  পাতা  শাখে,
তুমি  আমি ও  মাতাল  হব  সেই নব বৈশাখে।


        --------------------------
২/০১/১৪২৭
বহড়ু