আমি জানি তোমার অনেক ক্ষমতা!
অর্থ, যশ, প্রতিপত্তি ও সম্পদ কি নেই তোমার!
আমি অতি সাধারণ মানুষ অল্প যোগ্যতা,
তোমাকে ভীষণ দেখতে চায় মন আমার।
আসলে মন জানতে চায় এই তফাত কেন?
সৃষ্টি কর্তা অতিরিক্ত কিছু কি দিয়েছে?
প্রকৃতি তো এই দেহ ঠিকঠাক মতো যেন!
সৃষ্টি করেছিল পঞ্চ ইন্দ্রিয় যা একই আছে!
নিজেকে যাচাই করে দেখ তুমি ও পারবে
যেটা ও পেরেছিল তুমি চাইলে করতে পার,
এটা কোন ভাগ্য বা কঠিন ব্যাপার বলবে?
গভীর ভাবে ভাবতে হবে,সবটুকু নিজস্ব ব্যাপার।
নিজেকে যত দুর্বল করে রাখবে-
চিন্তা ও চেতনা শাণিত যদি না করে,
সবাই তোমার দূরে সরিয়ে দেবে।
একজন পরিপূর্ণ মানুষের সব গুণ ভরে-
প্রকৃতির রুপ রসে সৃষ্টি করেই পাঠিয়ে দেয়,
শুধু আপনার প্রচেষ্টায় সৃষ্টি করে  
জানতে হবে একান্ত নিজস্বতায়।
অনুকরণ কিম্বা নকল করার মধ্যে কি মহত্ত্ব?
আপন অকৃত্রিম অন্তরের ভক্তির ভাবনায়
নিজস্বতায় আছে চরম আনন্দ ও কৃতিত্ব।
সম্পদ!আপন নিয়মে আসে আর চলে যায়!


--------------------------------
      ----------------------
            --------------
               ---------
                 ------
20/11/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।