আলোকময়ী প্রকৃতি আমাদের জন্য নয়
চির অন্ধকার পথে আমাদের জীবন গতিময়!
তোমাদের অবহেলায় আমাদের দুঃখ হয়।


রাত্রি শেষ হবার আগেই দ্রুত আলয়ে ফিরি
দিনের আলোতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়ি।
নতুন রাতের জন্য নতুন স্বপ্ন দেখি,অপেক্ষা করি!


নিঃস্তব্ধ নিশুতি রাতে দেখি প্রবিত্র তারাভরা আকাশ  
যেথা নেই কোনো বিষাক্ত ধোঁয়া দুষিত বাতাস।
এখানে চলে না কোনো দলাদলি হিংসার অবকাশ।


সহস্র রঙিন বৈচিত্র্যে এ জগৎকে হয় না সাজানো,
প্রবিত্র শ্বেত শুভ্র পুষ্পের সৌরভেই রজনী ভরানো,
স্মৃগ্ধ শান্ত জ্যোৎস্নার প্রেমের আলোই শুধু ছড়ানো।


এযে আমাদের রাতের প্রিয়ার প্রেম রজনীগন্ধায়
গভীর প্রত্যাশা শেষে আঁখিদ্বয়ের মিলন ঐ শুভ সন্ধ্যায়।
এমন মায়াবী মুহূর্তে তোমাদের শঙ্খধ্বনি শুধুই মানায়।


------------------------------------
রচনাকাল 06/03/2021