হেমন্তকে বিদায় দিয়ে এসেছে
                    শীতল ছোঁয়ার টানে
ফুলের কার্পেটে সজ্জিত শোভা
                      ধরনীর দেহ আভরণে।
নীড়ের সজ্জা ছেড়ে বিহঙ্গ
                        সূর্যের পরশ নিতে,  
আবার এলে মাটির সৌরভ
                        স্পর্শে নব প্রভাতে।
শৈত্যপ্রবাহে মনের অলসতা কাটিয়ে
                            নব কিশলয় জাগে,
পরিযায়ী বেদুইন পাখিরা আবার
                           এসেছে নব অনুরাগে।
ফুলেররেণু গায়ে মেখে ওরা
                       আনন্দে খেলে-হাসে,
হংসদল কমল সরবরে নামাতে
                   প্রকৃতির সৌন্দর্যে ভাসে।
রাখাল বালক মাঠে মাঠে
                       আর বাঁশি বাজায়?
নববঁধুয়া ঘোমটা টেনে লজ্জায়
                    নবান্নৎসবের ডালি সাজায়!
মনসুখে সোনালী ধানের বিচুলী
                           নিয়ে ফেরে চাষী
নবান্নের ছোঁয়ায় পৌষ-পার্বণ
                        উৎসবে মাতে বঙ্গবাসী।
বড়ই মধুর স্বপ্নে ভরা
                      এই কয়দিনের সুখ,
নব সমাহারে সব্জির পসরায়
                            দেখি নবীন মুখ।
কেনাবেচা চলে হাটে বাজারে
                           নতুন গুড়ের মোয়া।
রসনায় তৃপ্তিতে মন ভরে  
                    নবান্নের নতুন ছোঁয়া।
        
          
         -------------------------
25/11/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।