গর্ব করি মোর স্বদেশ
        শস্য শ্যামলে ভরা
সুখের সিন্ধু আপন জগৎ
         নিজের হাতে গড়া।
হঠাৎ কেন শুনতে পাই
         অতৃপ্ত কান্নার ধ্বনি,
কারও মুখে হাসি নেই
         শুখায় চোখের পানি।
অজানা আতঙ্কে অভুক্ত প্রাণ,
           দুঃশ্চিন্তায় রাত্রি শেষ  
লাক্ষ মানুষের নাম উঠেছে
             কাঁপছে জ্বরে দেশ।
তবুও মানুষ বেরিয়ে পড়েছে
          বিপর্যয় মাথায় তার,
ক্ষুধার জ্বালায় মৃত্যু এড়ায়
              বুক পাষাণ ভার।
বাদুড় ঝোলা ভীড়ে ঠাসা
          ছুটছে শকট জোরেই
কাকভোরে তারা  বেরিয়ে পড়ে
          ফিরিবে এমনই করেই।
সমস্যার পাহাড় অথৈ নদী
             নজর কারও নাই,
সংবাদের পাতায় মোটা অক্ষরে
              নতুন খবরই চাই!


**********