হাজার মানুষের ভীড়ে বাস্তবের পথে,
ছোট্ট বিবেক শিশুর হাত
করুন আঁখির প্রার্থনা মাগে,
সচেতন মানুষের বিবেকের দ্বারে।
কৃপার ভাণ্ড উজাড় করে
যান্তুব ক্ষুধা মোচন করে,
নিয়তির কাছে ভাগ্যকে নত করে।
শহরের পথে জনব্যস্ততার মাঝে,
মুহুর্তের কোলাহল হঠাৎ যদি স্তব্ধ হয়ে যায়,
গভীর নিস্তব্ধ রাতের মত।
তখনও কি বিবেক চেতনা নিশ্চুপ?
বুভুক্ষু মুখগুলোর উদাস চাহনি!
তোমার মন কে কখনও জাগিয়েছে কি?
সমাজের পোষা গুণ্ডাগুলোর লাঠির ঘায়ে,
ওদের পেটে গুঁতো মেরে,
আবর্জনার মত, অবহেলার চোখে
ফেলে দেয় ডাস্টবিনে।
সবাই কেমন ব্যস্ততার ছলে,
যতটা সম্ভব মান বাঁচিয়ে,
শুধু শঙ্কটটাকে, এড়িয়ে চলা।
গড়মিলটা মিঠবে কবে?
সত্যিটাকে টিকিয়ে রেখে!


------******-------