×××××××××××××××
পার্থক্য কেন?
------বিশ্বরুপ
×××××××××××××××


ঐ গাছটার ডালে প্রতিদিন
উড়ে এসে বসে
নীল রঙা মাছরাঙা পাখিটা
যেখানে মাছগুলো ভাসে।


জানলার ধারে প্রতিদিন বসে  
করি মুগ্ধতায় দর্শন
নীল অম্বরে মিলে মিশে
কি অপরুপ শোভাবর্ধন।


এখানে এখনও বেয়ে চলে
আঁকা বাঁকা নদীপথ
সরল দামাল ছেলের দল
এখনও হাঁটে ধূলাপথ।


এরা বাঁচে সবুজ প্রাণে
সোঁদা মাটির ঘ্রাণে
একই গাঁয়ে থাকে মিলেমিশে
দুঃখেও হাসতে জানে।


এই খোলা আকাশের নীচে
কত বৈচিত্র্য আজ
নিত্য কত ব্যস্ততায় কাটে
মানুষেরই যত কাজ।


গাছটার ডালটা আজ  নেই
মাছরাঙাটা আর আসেনা!
প্রকৃতির নির্মল বাতাসের রুপ  
কেমন পাল্টে গেছেনা!


জীবন সংগ্রামের আনন্দ টুকু
অজানা আতঙ্ক বাঁচে।
সতর্কতার মধ্যে এগিয়ে চলো
সংকট অপেক্ষায় আছে।


এমনই গভীর অন্ধকারে  আন্দাজে
কত ধৈর্যের পরীক্ষা!
সহ্যের সীমা ছাড়িয়ে গেছে
মানবের হলনা শিক্ষা!


*******************
16/06/2020
বহড়ু, দক্ষিণ ২৪পরগনা,জয়নগর।