আষাড়ে ঘন মেঘলা আকাশ
ঝির ঝিরে বৃষ্টি,
পড়ছে ঝরে সবার মস্তকে
নাইকো অনাসৃষ্টি।
নদী নালা পুকুর সবই
ভরছে অথৈ জলে
বাংলার মাটি ভোরবে সম্পদে
মোদের কর্মফলে।
সবুজ বনানী জাগবে আবার
নব উদ্যমে পত্রপল্লবে।
প্রকৃতির সৌন্দর্যে অসুস্থ চেতনা
একদিন ম্লান হবে।
অশুভ আত্মারা হবে বিলুপ্ত
এই মহামারীর মন্বন্তরে!
অচেনা লাশের মিছিল ভাসে
ঐযে নদীর কিনারে।
ঋতুবৈচিত্রের ঘূর্ণীপাকে হবে  
অশুভের নিশ্চিত পরাজয়
অশ্রু ঝরিয়ে আতঙ্ক নয়
ছড়িয়ে দিওনা ভয়।
আনন্দ খুশিতে মেতে ওঠো
আপন আপন অন্তরে
আবার সুখ শান্তি ফিরে
আসবে ঘরে ঘরে।
আবার মানুষ নতুন করে
বাঁচার স্বপ্ন দেখবে,
একদিন সব ধুয়ে মুছে
পৃথিবী সুন্দর হবে।
---------------------