সারাদিন করি কত কাজ  
    ফল কিছু পাইনা
সময়টা কেমন হারিয়ে যায়
     ধরে রাখতেও পারিনা।
ছুটে চলেছি কেমন আমরা  
         সম্মুখে এখানে ওখানে,
গন্ধে নাক শুঁড় শুঁড়ি---
      সম্পদ আছে যেখানে।
দিন যায় মাস যায়
     বছরও ফুরিয়ে আসে,
কতটুকু কি করিলাম কভু    
    দেখিনা দিনান্তে অবকাশে?
হিসেব নিকেশের খাতা খুলে
      দেখি শুধুই কাটাকুটি!
নিজেকে ভালো রাখতে গিয়ে
       করলাম বৃথা ছোটাছুটি।
------ ------  ------ -----