খেলাধূলা আর লেখাপড়াটা
অনেকটাই রং পাল্টেছে
অধিকাংশ মুখে হতাশার চিহ্ন
জীবন সংক্ষিপ্ত হয়েছে।


একসাথে আর আগের মতন
সম্পর্ককী আর আছে?
উদার মনে মাটির সুরে
কজন মানুষ বাঁচে?


জন জোয়ারে মাঠে ময়দানে
সেই আলোচনাই চলছে,
ছেলেমেয়েরা সব দিবস রাত্রি
ফোনে ডুবে থাকছে।


কত রকমের নেশার বস্তু
মুখে তুলে নিয়েছে।
ভক্তি শ্রদ্ধা লজ্জা শরম
ইতিহাস হয়ে যাচ্ছে!


আসল নকল একাত্মা হয়ে
সততা হারিয়ে যাচ্ছে!
বিষাক্ত বাতাস সেবন করে
হতাশায় খাবি খাচ্ছে।


গভীর সঙ্কট সামাজিক অবক্ষয়
সাইক্লোন হয়ে নামছে,
এখনও যেটুকু তলানিতে আছে
ভবিষ্যৎ হুঙ্কার করছে।
    
     * * * *  *