পতিতা যখন সতী
বিশ্বজিৎ মারিক(বিশ্বরুপ)
-------------------------
বাঁচিতে চাই এই সুন্দর ভূবনে
কিন্তু কি পেলাম এই পার্থিব জীবনে।
হায়নার দল আমাকে লালসায় পুড়িয়েছে
নিজেদের মতন রঙ্গমঞ্চে সাজিয়েছে
এই পৃথিবীর নাট্যমঞ্চে অভিনয়ে
আমি আজ পতির ঘরে সতী হয়ে
সমাজের পরিচিতিদের একজন।
যতদিন দেহে যৌবন, আমার যে প্রয়োজন
বয়সের জীর্ণতায় হারিয়ে যাব একদিন
শুধু স্মৃতিটুকুই সম্বলকরে বাঁচতে হবে যে বাকিদিন।
কিন্তু আমি ও যে কামনা করেছিলাম সুখের নীড়ে,
স্বামী সন্তান নিয়ে বাঁচব আপন ঘরে ।
সতীত্বে লাল শ্রীমন্তিনী সোহাগ মাথায় নিয়ে,
ছোট্ট একটি সংসার হবে স্বপ্ন ঘিরে।
লালপাড়ের শাড়ি পরে সাঁঝের প্রদীপ জ্বেলে
ভক্তিভরে প্রেম নিবেদন করি তুলসীতলে।
ধূপের মতোই নিঃশেষিত হল যে প্রাণ
মোহ আর অর্থের নেশায় বুঁদ হয়ে আত্মবলিদান।
শত পুরুষের কত কামনার শিকার আমি।
তবুও এ হৃদয়ের কথা জানে অন্তরযামী।
ঐ একান্ত নির্জন মনে
যাকে রেখেছি সঙ্গোপনে।
পবিত্র একটি স্বপ্নময় মন!
একান্ত নিজস্বতায় সুপ্ত এককী জীবন।
*********************
"বিনোদন---"
রঙীন পর্দার চলচ্চিত্রে করি অভিনয়  
যদিও সহস্র মানুষের করতালি আনন্দময়।
তথাপি পেছনে অন্ধকার কর্দমাক্ত শরীর।
শত অপমান সহিতে হয় নিরবে বধীর।


"সমাজিক চিত্রণ----"
শকুনির মতো ওঁত্ পেতে আছে নেকড়ের দল সন্ধানী লালসার লোভী চোখ মারছে ছোবল।
অসহায় শিশুকন্যা রাজপথে হচ্ছে নির্মম...
বুদ্ধিজীবীর তকমা এঁটে হারিয়ে ফেলেছি শরম।


  --------------------------------------
         --------------------------
              ------------------
                   ------------
                      --------
21/11/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর