প্রাণ কাঁদেন
       বিশ্বরূপ


কেমনে মোরা থাকব বেঁচে
করোনা বিঁধেছে মোদের পিছে।
ক্ষুধার্তের জ্বালা নয়তো মিছে
মিছিলের লাইন এগিয়ে চলছে।
পরাণ খানা উঠেছে দুলে
মুখে হাসি অন্তর জ্বলে।
নাকে মুখে লাগাও মুখোশ
চিন্তার লগে কত না আবসোশ।
আর তো পরাণ সহেনা
একি ভীষণ যন্ত্রণা---।


সুখের লগে পরাণ কাঁন্দে
জীবন-মৃত্যু যন্ত্রণার ফাঁন্দে।
অজানা পৃথিবী থমকে দাঁড়ায়
আপন নিয়মের ছন্দ হারায়।
উজান গাঁয়ে জীবনের তরি
মরণের সাথে খেলা করি।
সমস্যার কোনো সমাধান হল না
পাপী পূর্ণাত্মা কাউকে ছাড়ে না।
------------------
11/06/2020
বহড়ু দক্ষিণ ২৪পরগনা