কবিতার অক্ষর আজি নিঃস্তেজ প্রাণহীন  ;
একাকীত্বে একান্ত নির্জনে অতিশয় দীন।


অশ্রুও যে শোনে না যে অন্তরের ব্যথা
কবিতাও আজ বোঝে না ভাবনার কথা।


সচল জনপথ আজ কেমন দেখ নির্জন!
কোথায় সেই আস্ফালন বিষাক্ত গর্জন!


অর্থ আর নয়তো একমাত্র জীবনের ভরসা
সবকিছুই অসহায় বিশ্ব মহামারীতে সর্বনাশা।


স্বপ্নের মায়ার মতো সবই কল্পনার আয়নায়,
যাকিছু ঘটেছে হতো যদি মিথ্যা মনে ভাবনায়!


আসবেই নতুন সকাল আনন্দে মাতবে সবাই
থাকবেনা আর কোনো সমস্যা ঠিক যেমনটা চাই।


   ----------------------------
১৭/১/১৪২৭ (বাং)
17/04/2020 (ইং)
বহড়ু, জয়নগর।