আমার দুঃখ আমার সাথে থাক,
কাউকে দিতে চাই না এতটুকু ভাগ;

সুখকে যখন আনবো এই দুহাতে  ভরে
তখন কিন্তু তুমি যেওনা আমায় ছেড়ে।

সবটুকু সুখ দেব উজাড় করে
শুধু মনে রেখো হৃদয়ের অগোচরে।

সারাদিনের কর্ম ক্লান্তি শেষে--
সন্ধ্যা ঘনিয়ে আকাশ অন্ধকারে যখন মেশে!

মনের ভুলে তব স্মৃতি পটে আঁকা ছবি,
আমি ছিলেম অতি হতভাগ্য এক কবি।

যদি অজান্তে ঝরে একফোঁটা অশ্রু বিন্দু !
সাত সমুদ্র পাড়ে দেখবে মোর অথৈ প্রেমের সিন্ধু।

----------------( নমস্কার )-------------

রচনা কাল = 09/04/2021
বহড়ু , জয়নগর দক্ষিণ ২৪পরগনা।