কোটি কোটি জীবের স্বপ্নের জীবন যাপন,
পৃথিবীই সেই  নিশ্চিত নির্ভরতার বিশাল স্টেশন।
যেখানে কোটি কোটি মানুষের একচ্ছত্র আধিপত্য!
অথচ মনুষ্য সমাজেই যত কায়েমি স্বার্থ!
রাষ্ট্র, ধর্ম বর্ণ জাতি গোত্র কত না ভেদাভেদ !
ক্ষমতা,শক্তি ও বুদ্ধির জোরেই মূক পশু ও মানুষের এত প্রভেদ!
অজস্র নানান সম্পদে পরিপূর্ণ এই  ধরনীর বুক
সকলের তরে নিঃস্বার্থে বিলিয়ে দিয়ে প্রকৃতির সুখ।
যুগের পর যুগ এই বিশ্ব প্রকৃতি কত কঠিন প্রলয় পেরিয়ে আজও দাঁড়িয়ে অবাক বিস্ময়ে দেখে-
শুধু মানুষরপী কিছু হায়নার দল এই দুনিয়ার ধ্বংসলীলার ছক কষে ছবি আঁকে ।
এদের ক্ষমতার অপব্যবহারে প্রকৃতি আজ বড়ই রিক্ত আর জর্জরিত,
যুদ্ধবাজদের রণ হুঙ্কারে সজীব প্রাণ ভীত শঙ্কিত।
উন্নত মেধার অধিকারী আমরা মানুষ করি যুদ্ধ
একে অপরের প্রতিহিংসায় যুগ যুগান্ত ধরে স্বর্গসুখ আসন্ন বিপদে রুদ্ধ।
বিশ্ব মানবতাবাদের তরে প্রেমের মশাল জ্বলবে
কবে?
পৃথিবীর ধংসলীলায় দায়ী ও সাক্ষী শুধু মানুষই হবে?
----------------------------
03/03/2020
.বহড়ু,জয়নগর।