অসহায় শিশু ছিন্ন পোশাকে
                 অনেক আশায় বসেছে ফুটপাতে
শরৎ এসেছে সাজিয়ে প্রকৃতিকে
                        শিশু চাইছে শুধু কিছু খেতে।


রঙিন আলোতে মেতেছি আজ
                  ফাস্টফুড আর কোল্ড ড্রিঙ্কস,
মিটছে আপন মনের সাজ
                 পরনে জেল্লা মিনিস্কাট আর জিন্স।


ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট তুলে
                      খাচ্ছে  যে শিশু খাবার খুঁটে,
মলিন দেহ তবু ওরা ভোলে
                    পুজোয় ভালো কিছু যদি জোটে ।


আজও বাতাস আনন্দে হাসে
                গ্রাম-শহর জন জোয়ারে ভাসে,
খোলা আকাশের নীচে ওরা বসে
    যানে না কে বাপ পাগলিনী মা শুধুই হাসে।


মাগো তুমি আসছ এই ধরাতে
        তুমি ত অন্তরযামী পাওনা কি দেখিতে,
এই অসহায় মুখে খুশি আনতে
       দাও মা কিছু তোমার কৃপার ভাণ্ড হতে ।


-----------********-----------