রাত্রি তুমি এলে
তাই আকাশের বুকে তারারা ফোটে
রাত্রি তুমি এলে
তাই রজনীগন্ধার আঘ্রান বাতাসে ছোটে।
রাত্রি তুমি কালো
তাই প্রতিক্ষায় থাকি কখন দেখব আলো
রাত্রি তুমি কালো
তাই ভাস্বর হয়ে ওঠে জোনাকির আলো।
রাত্রি তোমার সংকেতে
সমাজের বুকে হাতছানি দেয় কালো হাত,
রাত্রি তোমার সংকেতে
সমাজের বুকে ঘটে তস্কর গৃহস্বামীর মোলাকাত।
রাত্রি তুমি যবনিকা
সকল ব্যস্ততার হয় তাই অবষাৎ
রাত্রি তুমি যবনিকা
সকল কৃত্তিমতার হয় তাই বাজিমাত।
রাত্রি তোমাকে ভালোবাসি
কারণ তুমি আমার মনে কাল্পনিক ছবি আঁক
রাত্রি তোমাকে ভালোবাসি
কারণ তুমি আমার আঁখিদ্বয়কে নিদ্রায় ঢাকো।


    ------------------------------
০৫| ০১| ১৪২৭ ইং
বহড়ু, জয়নগর