অনেকটা পথ পেরিয়ে হয়তো
সম্মুখে সফলতা অপেক্ষায় থাকে!
কিন্তু সেতো মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়।
অসমাপ্ত কাজ শেষ করাটাই
কখনো মনে হয়
সেটা সফলতার অন্তীম ফল!
কিন্তু সে ক্ষণিকের ভাবনা,
পরীক্ষায় প্রথম হওয়াটা যদি
সফলতা অর্জনের চরম সত্য হয়-
তাহলে ওখানে শেষ হয়ে যেতো
সব চাওয়া পাওয়া
কিন্তু না !
পরবর্তী অধ্যায়ে এগিয়ে যেতে হয়!
জীবনে মনের চাহিদা অনুযায়ী
প্রতিষ্ঠা লাভের জন্য
একটি মনের মত জীবিকার প্রয়োজনে
আবার সফলতার জন্য লড়াই।
সফলতা আসলে কি?
প্রতি মুহূর্তে সময়ের সাথে
প্রতিবন্ধকতা পেরিয়ে
স্বপ্নগুলোকে বাস্তবতায় খুঁজে পাওয়া!
আসলে সফলতা বলে কিছুই নেই !
নিষ্ঠুর সময় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়
শূন্যতার মাঝে।
সফলতার শেষ কোথায়?
    --------------