--শহরের পথে----


জনবহুল শহরের পথে পথে হেঁটে চলা পথিক।
মেহনতের দাম মেটাতে মূল্য পাবে কি সঠিক!!


ওঠে কাক ভোরে ঘুম জড়ানো চোখে মনের যত তাগিদ শুধু অন্তরে!
শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলেছে জীবনের রথ ধূষর প্রান্তরে !!


এখানে ওখানে শহরের পথে আছে প্রলোভনের ফাঁদ পাতা!
লোভের চোখ নিয়ন্ত্রণ হারায় যদি অন্তর না হয়  শুদ্ধতা!!


স্রোতের টানে ভেসে যায় মন ও পাশবিক যৌবন !
ক্ষণিকের মাতলা হাওয়া জোটে  মেকী আনন্দ বিনোদন!!


শক্ত হাতে যে জন ধরে সংযমের তরিখানি!
সুখ দুঃখের মাঝে থেকেও ধার্মিক সেই জনই!!


এগিয়ে চলেছি আধুনিক  পথে  হতাশার পথ ফেলে!
উঁচু উঁচু বাড়ি মাঝে  সারি সারি গাড়ি ভীষণ ছুটে চলে!!


টাকা উড়ছে এ শহরের বুকে চোরা স্রোতের  গতিপথে!
অন্ধ মানুষও রোজগার করে এখানে বসে ফুটপাতে!!


তোলাবাজিরাও নিয়ম পাল্টেছে ক্ষমতার হাত ধরে!
রাতের শহরে মজলিসও বসে নেশার পারদ চড়ে!!


=================
16/02/2020
বহড়ু