শৈশবের শীত
- -----------
শীত এসেছে আবার পৃথিবীর আবর্তনে
রঙিন প্রজাপতি উড়ছে
রঙিন ফুলের সমুদ্রে,
অপরুপ সৌন্দর্যের সাজে
মেতে উঠছে বাংলার প্রকৃতি।
রকমারি শাক সবজির বিপুল সমাহারে
ভরেছে বাংলার বুক।
মানুষের চোখে মুখে চড়ুইভাতির মুগ্ধ পরশ,
মিষ্টি রোদের স্পর্শকাতর অনুভবে
মন ছুঁতে চায়.......
শান্ত নদী, মৌন পাহাড়,
উত্তাল নীল সমুদ্র।
চঞ্চল হৃদয় পুনঃরায় ফিরে যেতে চায়
শৈশব স্মৃতির পাতায়,
যেথা অফুরন্ত ঝর্ণাধারার মতো
ঝরে পড়ছে অনাবিল সুখ।
দামাল শিশুরা কেমন মনের হরষে
সবুজের বুকে দাপাদাপি করে,
চেয়ে দেখ ওরা কত নিঃস্পাপ,
কত অসহায় কচি কচি মুখ।
অথচ শৈশবের জীবনচিত্রটা
কখনও ফিরে আসে না!
আর একটিবার ঠিক আগের মতন।


🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀