হঠাৎ অনাগত দুঃসময়
জীবনকে করে তোলে দুঃসহ
কখনোও মনে হয়-
পৃথিবীতে সকল জীবের অস্তিত্ব
পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে
অন্তর শুদ্ধ যদি হয়!!
তবে বাজ ভেঙে পড়ার মতো
জীবনযাত্রা কেন হঠাৎ এত
উলটপালট করে দেয়।
অদৃষ্ট কিংবা বিধিলিপি বলে
বৃথা কেন মনকে সান্ত্বনা পায়।।
সমস্যাটা বাইরে নয়
সমস্যাটা হলো ভিতরের,
শুধুই কি সান্তনা!
সুস্থ চেতনতাবোধ কখনোই
কাউকে বন্দী করে রাখতে পারে না।।
অস্বাস্থ্যকর মানবিক দূষিত পরিবেশের ব্যাধি থেকে বেরিয়ে আসতে যদি চাও!
নেশাগ্রস্ত শরীরটাকে চিরকালের জন্য
তাহলে মুক্তি দাও।
প্রকৃতির নির্মল বিশুদ্ধ বাতাসে
নিজেকে বিশ্বাস করো।
শুধু নিজের জন্য নয়
সমস্ত জীবন্ত প্রাণ
অকৃত্রিম ভালোবাসার প্রতিদানে
পরিশুদ্ধ নতুন সমাজ গড়।।


   ----------------


১৩/০৮/২০২০ ইং
বহরু জয়নগর।