ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো,
ছোট্ট জীবনে দেখতাম
একটু একটু করে হারিয়ে গেল,
সময়ের হাত ধরে।
অপরিণত ঝরা পাতার মতো,
উন্মুক্ত খোলা বাতায়নে।
এখন শান্তির বাতাস টুকুই
মনের সান্ত্বনা!
ছোট্ট পাখিটাও ঐ গগনের
কত দূরে মেঘের সাথে
করছে কেমন লুটোপুটি!
ছোট্ট মনে রঙিন ছোঁয়া,
প্রাণবন্ত ডানায়-
লেগেছিল রবির রশ্মি ছটা।
আনন্দ সুখের অনুভূতিগুলো
নিঙড়ে নিতে চেয়েছিল
প্রভাত বেলার দিনগুলোতে।
অবুঝ মন!
শত শত প্রতিকূল প্রতিবন্ধকতায়,
হঠাৎ কোনো এক সাঁঝ বেলায়
হারিয়ে যায় সকল স্বপ্নের অস্তিত্ব!
পড়ে থাকে অবহেলায়
কিছু অতীতের স্মৃতি।
সেদিন ক্ষুদ্র পাখিটাও
স্বপ্ন দেখেছিল
এই প্রকৃতির- সবুজ অরণ্যে
অপরুপ রুপের মধ্যে  
হারিয়ে যায় ;
কিম্বা ঐ ঝুলন্ত বৃক্ষ শাখায় বসে
গাইবে সুমধুর কলতান!
কোনো এক মুহূর্তে কালবৈশাখীর
প্রলয় ঝড়ে
ভেঙে যায় তার স্বপ্নগুলো।
শুধু লেগে থাকে ঐ নিথর
দেহের অন্তীম নিঃসিত রক্তের দাগ
ধূসর মাটিতে!
🌼🌻🌼🌻🌼🌻🌼
28/11/2020