বাঙালির  সেরা প্রানের উৎসব
          বারে বারে ফিরে আসে,
মন-প্রান-প্রকৃতি সব কিছু
         আনন্দের বন্যায় ভাসে ।
কচি কাচা শিশুর দল
          নতুন সাজে নৃত্য করে,
পুজোর প্যান্ডেল প্যাণ্ডেলে
           ঢল নামে জনসমুদ্রের ভীড়ে।
ভূরিভোজ,আনন্দ, মজা আড্ডায় মাতোয়ারা,
           পুজোর খুশি আবেগময় আনন্দে ভরা ।
খুশির দিনগুলো স্বপ্নের মত কাটে,
              দশমীতে মাকে বিদায় জানাতে
পারিনা রাখিতে অশ্রু আঁখিপাতে।
---------------***----------------