আমি না চাইতেই তুমি দিয়েছ অনেক কিছুই!
এইটুকুতেই আমি ভীষণ খুশী
প্রত্যুষ তব স্নিগ্ধ রুপ সন্ধ্যায় মুগ্ধ আলোয়
নয়ন ভরে দেখি আশমানে এলোকেশী।
একি অপরুপ বিশ্ব প্রকৃতি সমাহার
একই ধরার বুকে কত রঙবেরঙের
হাজার বৈচিত্র্যময় কত না ফুলের বাহার।
আকাশের বুকে ফুটে ওঠে
কত লক্ষ কোটি বাতি
শুভ্র পুষ্পের সৌরভ ভরে
অঞ্জলি দেয় গভীর কালো রাতি।
ধন্য আমি গর্বিত আমি মোর স্বদেশ মাটি;
চেতনার সাথে ভাবনা মিশে জীবনটাই হলো খাঁটি।