স্বার্থপরতা
******

অতি সযত্নে
    রোপণ করেছি
         ছোট্ট একটি
                 চারা গাছ,
মায়া মমতার
     সিগ্ধ আলোয়
         স্বাবলম্বী সে
              হয়েছে আজ।
মেঘের পানে
    তাকিয়ে থাকে  
        আমাকে দেখে
                মুচকি হাসে
ব্যঙ্গ বিদ্রুপে
      আমায় বলে
        উঠেছি কেমন
           আমি উর্ধাকাশে!
আমার কাছে
      তুমি মূলহীন
          চুকিয়ে দেবো
                 তোমার ৠণ।
আমি অবাক
     বিস্ময়ে বাক্যহারা
         এ কেমন
            জীবন ধারা!
এতো টুকু
    ছিলিস শিশুকালে
         আমারই স্নেহের
               ছায়া তলে।
এমন তরো
    ছিন্ন মূল
        করছে কত
            এমন ভুল!
কত সহজে
    ভুলিলে মনে
        নিজ প্রতিবিম্ব
            দেখ দর্পণে!


  ****************