জগৎ মাঝে
      শুধুই স্বার্থপর
           বাহিরে মুখোশ
                  ভদ্র কাপড়।


কখনো ঠুনকো
        কাঁচের গ্লাস
             কখনো আপন
                 স্বার্থ অভিলাষ।


সম্পর্কগুলো অদৃশ্য
      সুতায় গাঁথা
          চাওয়া পাওয়ায়
                শর্তে বিনম্রতা।


লোভ লালসার
      প্রাধান্য দিতে
         এমন কর্ম
            পরিপূর্ণ সমাজেতে।  


উদ্দেশ্য লাভে
    সকল কর্ম
       জীবনের এখন
           একমাত্র ধর্ম।


মানুষের ধর্ম
      বইয়ের পাতায়
            বাস্তবিক অর্থে
                  অদৃশ্য হায়!


মাটিতে লুটায়
      মানবিক দায়িত্ব
          জীবন রক্ষায়
                অসহায় মনুষ্যত্ব।


    -‌--------@@@@@@-------


প্রণাম তোমায় হে বিশ্ব কবি
****************
বিশ্ব কবি প্রাণের রবি
আছো তুমি হৃদয়ের ছবি।


তোমার ছবি আকাশে বাতাসে
বিশ্ব প্রেমের সঙ্গীতে নিঃশ্বাসে।


আজি বাদলদিনে আবেগে আঁখিতে
হৃদয়ে বারি পারিনে রুখিতে।


তুমি জাগিছো অগ্নি সিন্ধু  
সাহারার বুকে অথৈ জলবিন্দু।


তোমার স্মৃতি যুগ যুগান্তর
সাহিত্যে প্রেমীর বীজ মন্তর।


******************


আলিপুর বহড়ু,জয়নগর দক্ষিণ ২৪পরগনা।
08/08/2021