সবকিছু তো স্বাভাবিক মনে হয়!
তবে এত বিপ্লব কিসের?
মানুষ তো মার খেয়েও বেঁচে আছে!
যত্রতত্র এত বিক্ষোভের মিছিল কেন?
চোখের নীচে কালি!
ঘুম নেই কেন সারারাত?
অসময়ের বৃষ্টিতে মাটি ভিজে গেছে!
তবু এত গরম কেন?
অপরাধী মাথা উঁচু করে চলে
আইনকে পকেটে গুঁজে,
সততার হাতিয়ারকে করে ঠুটো জগন্নাথ!
এর জন্য কি বিপ্লব দরকার?
চারিদিকে মাইক বাজছে,
ছেলেরা মদ খেয়ে হুল্লোড় করছে!
তবু কেন ইশানকোনে ঘন মেঘ জমেছে?
ইকনমিক্সে যে ছেলেটা
ইউনিভার্সিটির টপার ছিল!
ফুটপাতে তার মসলা মুড়ির দোকান কেন?
যে মেয়েটা তার বাবার স্বপ্নকে  
সফল করার জন্য স্কুলে প্রথম হয়
সে কেন আজ মোটর মেকানিক?
প্রতিনিয়ত দেখি
কত বিক্ষিপ্ত অশান্ত পরিবেশ
প্রাকৃতিক কিম্বা মানবিক!
এইসব প্রশ্নের উত্তরের জন্যই কি
আধুনিক বিপ্লব আবশ্যিক?
   -------------------