শিক্ষা আনে মনের
সঠিক চিন্তাশক্তি,
জীবন পাল্টে যায়
সঠিক দৃষ্টিভঙ্গি।

মস্তিষ্কের মধ্যে থাকে
পর্যাপ্ত মেধাশক্তি
যদি থাকে হৃদয়ে  
আসল প্রেমভক্তি।


আমরা সবাই গর্বিত
এদেশে জন্মেছি
শিক্ষায় সেরা তীর্থ  
অজস্র সম্পদ পেয়েছি।


প্রগতিশীল জ্ঞানের তরে  
শ্রেষ্ঠ অগ্রগতি
অন্ধ কুসংস্কার ও অপসংস্কৃতি
নিষ্ঠুর পরিণতি।


শিক্ষা ও জ্ঞানের পরিকাঠামো
কভু নয় ব্যবসাভিত্তিক,
উন্নত মেধার বিকাশে
শিক্ষাজগৎ হবেকি মানবিক।


শিক্ষা প্রতিষ্ঠান হতে
রাজনীতি অবসানে
হয়তো ভারত আবার  
শ্রেষ্ঠ সম্মানে।
-----------------


13/01/2020
বহড়ু দক্ষিণ 24 পরগনা, জয়নগর।