সুখের তরে সুখ পাখিটা
                 ধরতে যখন যাই
দুঃখের সাগরে সাঁতার দিয়ে
                 সুখকে খুঁজে পাই?


সবাই ছুটছে সুখের জন্য
                 সময়ের হিসেব করে,
কেউকি ছোটে কারোর জন্য
                 চরকি পাকেই ঘোরে।


সুখের অঙ্কটা বুঝতে গিয়েই
                শৈশব হতে বৃদ্ধ-
মানুষের সাথে মানুষের শত্রুতায়
               আমৃত্যু কেনো যুদ্ধ?


কেউ ভাবছে টাকায় সুখ
              টাকাকে করো বন্দী,
পরের মাথায় কাঁঠাল রেখে
               মুখো মিষ্টি সন্ধি।


প্রকৃত সুখের সঠিক ঠিকানা
              কারোর আছে জানা?
জীবন-মৃত্যু যাত্রা পথে
             বৃথাই শুধু সান্তনা।
      --------------