সৌন্দর্যকে কখনওই খুঁজোনা
বাহ্যিক লাবণ্যের মধ্যে,
ভক্তি,প্রেমও সুপ্ত থাকে
একান্তে হৃদয় অলিন্দে।
ভীষণ যন্ত্রনায় দগ্ধ হয়
সূর্যের বর্ণময় রুপ,
অন্ধকারময় প্রকৃতির বুকে
জীবন্ত শক্তি অপরূপ।
জ্ঞানের সীমা সাগরসংগমে
অহংকার সেথায় ম্লানমুখ
যতটুকই পাও আঁকড়ে ধরে
জানবে পরম সুখ।
ভবিষ্যৎ জীবন মধুর নয়তো
বর্তমান জীবনের চেয়ে,
বর্তমান মজবুত ভিতের উপর
ভবিষ্যৎ থাকে ঘুমিয়ে।
অপবিত্র কাজ যতটুকই করবে
সজ্ঞানে কিম্বা অজ্ঞানে,
প্রকৃতি সবই ফিরিয়ে দেবে
বাস্তবিক কর্মজীবনে।
স্বপ্ন দেখি সভ্যতা একদিন
সঠিক পথে চলবে,
ধ্বংসের খেলাও ক্লান্ত হবে
সৃষ্টিরা কথা বলবে।


         🙏


🌿♥️🌿♥️🌿♥️🌿