জ্বলছে শহর!
    ধোঁয়াশা অম্বর।
          পুড়ছে মানুষ!
               নাইকো যে হুঁশ।


জমছে ঐ রোষ
      কাদের এ দোষ?
             সংকট জীবন
                  অনর্থক রণ।


সুরক্ষা হীন
    প্রত্যেক দিন
        কর্মের তরে
            আসি শহরে।


কখন কি হয়
    অজানা ভয়
        পরিবার ঘরে
            দুশ্চিন্তায় মরে।


এভাবে কদিন!
     আসবে সুদিন?
         ভীষণ সংকট
              হবে যে প্রকট।


এমন নাটক
    এদেশে প্রকট।
          হাজার নীতি
               মরছে সম্প্রীতি ।
-------------
20/12/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর।