সেই প্রাণোচ্ছল উদ্দাম নিশ্চিন্ত আনন্দের আবেগময় অনুভূতি,
আজকাল কেমন ফ্যাকাশে মেঘলা বাতাসের মতো, স্রোত হীন নিস্তরঙ্গ নদীর মতো-
থেমে গেছে ঐ এক চিলতে নিষ্ঠুর  উগ্রতার কাছে!
অদম্য মনের শক্তির কাছে যদিও তার কোনো প্রতিবন্ধকতার প্রতিফলন থাকে না।
তবুও মন বেরিয়ে পড়ে খোলস ছেড়ে বিশুদ্ধ নিশ্বাস নিতে,
জীবন যন্ত্রনা থেকে সাময়িক মুক্তি পেতে।
ভোরের আলো ফোটার আগেই মুক্ত বিহঙ্গরা আর আগের মতো কলতানের সুরে মাতে না!
তবুও বৃক্ষ শাখায় ফুল ফোটে....
রঙ্গৠতু ফিরে আসে এই জীবন তটে।
তবুও কবিরা স্বপ্ন জাগায় নতুন প্রাণে নতুন প্রভাতের!
প্রেমের রসদ খোঁজে এই জীবন সংগ্রামের মাঝে যুগ যুগান্ত ধরে।


     ************
27/10/2020
বহড়ু,জয়নগর।