সূর্যের আলোক রশ্মি কেমন
ছড়িয়ে পড়েছে অথৈ দিঘির জলে!
মনের আকাশটা তবুতো অন্ধকার!
ভীষণ জনবহুল সমুদ্র মাঝে
শুধুই আমি একাকী
মনোডিঙা বেয়ে-
চলেছি ঘন কালো নিঃসঙ্গতার মধ্যে দিয়ে।
আনন্দ কোলাহল মুক্ত পরিবেশ
থেকে শান্ত নির্জন  দূরত্বে।
সবাই কেমন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে!
আগামীকালের শুভ সৃচনার অপেক্ষায়।
রাতের সাথে দিনের কত পার্থক্য
তবু কেন মনে হয়
রাতদিন সবই সমান সমান!
ঘুম নেই চোখে ....
একটি শতাব্দী পেরিয়ে যায়!
হিসেবের খাতা তেমনই শূণ্য প্রায়।
জীবনের যোগ বিয়োগের অঙ্ক মেলাতে গিয়ে
অনেক সময় অবহেলায় হারিয়ে যায়।
আজও মনে হয় বাকি রয়ে গেল অনেক কিছুই।
......................
21/10/2020
বহড়ু, জয়নগর দক্ষিণ ২৪পরগনা।