ভালোবাসার সন্ধানে

চঞ্চলা কিশোরীর নাকের ডগায় ভেসে থাকা
চিকচিক ঘামে ভালোবাসা খুঁজি।

ব্যস্ততার ভিড়ে হেঁটে চলা উদাসিনীর দোল খাওয়া এলো চুলে ভালোবাসা খুঁজি।

ভালোবাসা খুঁজি আপাদমস্তক পর্দায় আবৃত মায়াবতীর ডাগরআঁখির আনমনা চাহনিতে।

তীব্র শীতে উনুনের উত্তাপ নেয়া গ্রাম্য কিশোরীর
কম্পিত ঠোঁট যুগলে ভালোবাসা খুঁজি।

ভালোবাসা খুঁজি অল্প সুখে তৃপ্ত অষ্টাদশীর ভুবন রাঙানো উচ্ছ্বাসের হাসিতে।

এতো ভালোবাসা প্রাপ্তির স্বার্থে
একটু সদিচ্ছা থাকুক সবার
ভালোবাসাকে ভালো রাখতে।

-------------------------
22/01/2020
বহড়ু,দক্ষিণ 24 পরগনা, জয়নগর।