সব কিছু ওলোট পালোট
কেউ ভালো নেই,
অসুস্থ প্রাণী দুষিত পরিবেশ
বিশুদ্ধ বাতাস নেই।


কৃত্তিম আলোতে ওদের কাজ
দুচোখে ঘুম নেই,
হাপরের মতো ধুকপুকানি
দেহে প্রাণ নেই।


খাদ্য বাসস্থান জীবন জীবিকা
কোথাও স্বচ্ছতা নেই,
সব কিছু ওলোট পালোট
গৃহে আলো নেই।


হয়তো ওরা বেঁচে আছে
কিন্তু শান্তি নেই,
ওরা কত কাছাকাছি
তবুও প্রেম নেই।


হাজার উপকরণ আছে
সেই মানুষ নেই,
সুদৃশ্য রাজপ্রাসাদ আছে
শুধু ভালোবাসা নেই।


************