ভালোবাসা মানে
বিশ্বজিৎ মারিক ( বিশ্বরুপ )


পৃথিবীর সব মানুষকে যদি একজায়গায় এনে
যদি জিজ্ঞাস করা হয় -ভালোবাসা মানে কি?
আমি সবার আগে হাত তুলবো
এবং বলবো ভালোবাসার সঠিক কোনো সংজ্ঞা হয় না।
আমার কাছে ভালোবাসা মানে
দুটি চঞ্চল, শান্ত হৃদয়কে
একটি হৃদয় করে
দুজনে একজন হয়ে যাওয়া।
ভালোবাসা মানে
আপনি থেকে তুমি,তুমি থেকে তুই
আবার তুই থেকে তুমি।
ভালোবাসা মানে
তাকে প্রতি মুহুর্তে হারানোর ভয়।
ভালোবাসা মানে
তার কন্ঠে হ্যালো শুনে মনের অবস্থা বুঝতে পারা।
ভালোবাসা মানে-
সে প্রতিদিন ভুল করবে,তাকে প্রতিদিন ক্ষমা করা।
ভালোবাসা মানে-
তোমার সব কিছু তাকে দিয়েও না দেওয়া
নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রাখা।
ভালোবাসা মানে-
তার কাছে মাঝে মাঝে ইচ্ছে করে হেরে গিয়ে
তাকে জিতিয়ে দেওয়া।
ভালোবাসা মানে -
তুমি জানো তুমি ভুল করোনি
তবুও তার কাছে ক্ষমা চাওয়া।
আমার কাছে ভালোবাসা মানেই হলো-
চোখে কাজল আর শাড়ি পরে না আসলে
খুব করে বকা দেওয়া।
ভালোবাসা মানে-
আমার অশ্রু ভেজা চোখ মুছে দেওয়ার সম্বল হবে
তার ওড়না বা শাড়ির আঁচল।
ভালোবাসা মানেই তো-
তাকে লাল টুকটুকে বউ সাজানোর স্বপ্ন।
আর এই স্বপ্ন দেখিয়ে যদি এড়িয়ে যাও
তাহলে পুরুষ হয়ে ভালোবাসি শব্দটি
পাকস্থলী থেকে কন্ঠনালীতে এনে দুঠোঁটের ফাঁকে
বলার দুঃসাহস করো না।


===============