আজকে সকালবেলায় আধো আলোয়
আপন মনে যাচ্ছি হেঁটে চরণ দোলায়।
আত্মকে উঠি আমি ভীষণএক ভয়ে
তিনটে কুকুর আসছে হঠাৎ ধেয়ে!
হাত উঁচিয়ে দেখাই তাদের ভয়,
কিন্তু ব্যাপারটা অতো সহজ নয়!
সমস্বরে করছে তারা ঘেউ ঘেউ!
আশেপাশে লোকজন নেই কেউ।
মনের ভিতরে হচ্ছে ভীষণ ভয়!
এই বুঝি আমার ক্ষতি কিছু হয়!
ছুটতে গেলেই মহা বিপদ তেড়ে
তিন কুকুরে প্রাণটা নেবে কেড়ে!
ভাববার সময় হাতে ভীষণ কম।
রুখে দাঁড়াই দেখি তোদের দম!
আমার দৃষ্টিতে শুধুই ওদের চোখ
দেখছি ব্যাটা আমাকে এবার রোখ!
হঠাৎ লেজ গুটিয়ে পালিয়ে গেল তারা
আশেপাশে নেইতো কেউ আমি ছাড়া।


ভাগ্য ভালো!
এ যাত্রায় প্রাণটা ফিরে পেল!
তার পরেতে সবাই সমস্বরে বলে-
কি হয়েছিল? কি হয়েছিল?


***************
29/10/2020
বহড়ু,জয়নগর।