অসময়ে নষ্ট বয়স অবাধ্য স্রোতে
জীবনের মই টানে
বিপন্ন মন কাদা পিণ্ডে পিছলে যায়
রোপণ বেলায়


ভাদ্রের টানে সংক্রান্তির অস্তিত্ব বাঁচিয়ে
চাটাই পেতে বসি
সত্য গোপন থাকে গ্রামীণ জনপদে
হৃদপিণ্ডে ব্যথা ওঠে নিয়ম রক্ষার


লোকায়ত বোধে আজ কোনদিকে যাই ?
সত্যি বলাটাও যখন বেদম ঝুঁকির—  


                  *****