সাদা থেকে রঙিন অবশেষে কালোরাঙা
মৃত্যু উপত্যকা বেয়ে  
উঠে আসছে আশার আলো
সিঁড়ির ধাপগুলো ধরে
যতটা এগিয়ে আসছে
তার থেকে বেশি যাচ্ছে পিছিয়ে
মৃত্যু হয় পতনের
উত্থানের মৃত্যু হয় না কখনো
ক্ষীণ থেকে উজ্জ্বল হতে হতে
একটা সময় প্রজ্জ্বলিত হয় সে
আসলে  সব মৃত্যু  মৃত্যু লেখে না
আত্মা সাথে পরমাত্মার মিলন হলেই
চলে মৃত্যু উপত্যকা জুড়ে সংগ্রাম
শেষে একটা মৃত্যু উপহার দিও
মরনের এপারে থাকবো শুধুই আমি